Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
National Girl Child Day 2021.
Details

"আমরা কন্যশিশু

প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো"।

আজ ৩০ সেপ্টেম্বর ২০২১ জাতীয় কন্যশিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে কমলনগর উপজেলায়, উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয় জাতীয় কন্যশিশু দিবস ২০২১।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃকামরুজ্জামান  স্যার,  কমলনগর, লক্ষ্মীপুর। তিনি নানা মুখী বক্তব্য দেন, কন্য শিশুদের প্রতি সচেতনতা লক্ষ্যে, তিনি বলেন যারা শিক্ষার প্রতি আগ্রহী কিন্তু দারিদ্রসীমার নিচে তাদের পড়াশুনার খরচ বহন করবেন। উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি ও প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান এবং ভিজিডি সেভ সংস্থার বনি রড্রিক্স আলোচনায় বলেন কন্যদের অধিকারের সর্ম্পকে।  

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোরশেদ আলম স্যার বলেন কন্যদের অধিকার নিয়ে নানা বিধ আলোচনা করেন। তিনি জানান ২০১২ সাল থেকে প্রতিবছর এই দিবস টি পালিত হয়ে আসছে। 

Images
Attachments
Publish Date
30/09/2021
Archieve Date
04/11/2021