Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Keso
Details

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় শূন্যপদে ১ (এক) জন সংগীত শিক্ষক ও ১ (এক) জন আবৃত্তি শিক্ষক দৈনিক ভিত্তিতে নিয়োগের নিম্নোক্ত প্যানেল তৈরির জন্য কমলনগর উপজেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।


ক্রঃনং

পদের নাম

পদ সংখ্যা

যোগ্যতা 


০১


সংগীত শিক্ষক

সাকুল্য বেতন দৈনিক ৫০০/- টাকা

সপ্তাহে ১ (এক) দিন


১ (এক) জন

এস,এস,সি পাশ এবং সংগীত বিষয়ে ডিপ্লোমা/শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ সনদপ্রাপ্ত/রেডিও টিভির তালিকাভুক্ত শিল্পী/সংগীত শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত কোন একাডেমী কর্মরত। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা (১৮-৩০)। উল্লেখ্য যে, অভিজ্ঞ প্রার্থীদের বয়স ও যোগ্যতা শিথিলযোগ্য।


০২


আবৃত্তি শিক্ষক

সাকুল্য বেতন দৈনিক ৫০০/- টাকা 

সপ্তাহে ১ (এক) দিন


১ (এক) জন

এস,এস,সি পাশ এবং আবৃত্তি বিষয়ে ডিপ্লোমা/শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ সনদপ্রাপ্ত/রেডিও টিভির তালিকাভুক্ত শিল্পী/আবৃত্তি শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত কোন একাডেমী কর্মরত। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা (১৮-৩০)। উল্লেখ্য যে, অভিজ্ঞ প্রার্থীদের বয়স ও যোগ্যতা শিথিলযোগ্য।


বিঃদ্রঃ আবেদনের সময়সীমা ১৮/০৭/২৩ খ্রিঃ পর্যন্ত।


শর্তাবলীঃ

০১। প্রতি শূন্য পদের বিপরীতে ৩ জনের প্যানেল করা হবে।

০২। আবেদনের সাথে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ও সকল সনদের সত্যায়িত অনুলিপি দিতে হবে।

০৩। আগামী ১৮/০৭/২৩ খ্রিঃ মধ্যে উপজেলা নির্বাহী অফিসার,কমলনগর, লক্ষ্মীপুর বরাবর স্বহস্তে লিখিত আবেদন জমা

       দিতে হবে।

০৪। আবেদন জমার স্থানঃ উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়, কমলনগর,লক্ষ্মীপুর।


Publish Date
10/07/2023
Archieve Date
31/07/2023